প্রথম পাঠ

মারুফুল ইসলাম

শুকনো পাতা মাড়িয়ে আমি পথ চলি
অথচ একটা সময়ে আমার পায়ের নিচে
মাটি পর্যন্ত ছিল না
অবশ্য এটা অভিনব কিছু নয়

বর্ষার বৃষ্টিতে চিক্কণ পাতারা আমাকে ডাকে
পথ বেশি দূর নয়
আর দূরত্ব বলে আদৌ কিছু নেই
পৃথিবীর দীর্ঘতম পথটিও
প্রকৃত প্রস্তাবে ঘর থেকে শুধু দুপা
এই কথা আমাকে প্রথম তুমি বলেছিলে
আমাকে প্রথম পথ তুমিই দেখিয়েছিলে

গণিতের পরীক্ষায় আমার কখনো কোনো নম্বর কাটা যায়নি
সূর্যকান্তি আর চন্দ্রকান্তি আসলে গভীরতর বিবেচনায়
একই মুদ্রার এপিঠ আর ওপিঠ
তুমি কোনটা বেছে নেবে নাও

জীবনের গণিতে বস্তুত বিয়োগফল বলে কিছু নেই ॥

Published :


Comments

Leave a Reply