প্রহরগুলো প্রহরে নেই

তারিক সুজাত

১.
অপেক্ষায় ছিল সকাল
না চাইতেই দুপুর এসে গেল
বিকেলকে বলে রাখি ইশারায়
তুমি দেরি করে এসো…
বহুদিন পর
দুপুরটাকে বেঁধেছি ভোরের স্নিগ্ধতায়!

২.
রোদ,
তুমি কতটা পুড়েছো
বোঝেনি বিহ্বল সকাল!
কাল নিরবধি –
দুপুর গড়িয়ে গেল,
সন্ধ্যা আসন্ন…
অথচ সকাল
শূন্যতার আঙুল ছুঁয়ে
এখনো প্রতীক্ষায়;
দুপুর দুপুর
তুমি কি পথ হারিয়েছো?