প্রেম ও মাইক্রোসফ

মোস্তফা তারিকুল আহসান

ছেলেটি তাকিয়ে আছে মেয়েটির চোখের দিকে বুভুক্ষের মতো
মেয়েটি কথা বলছে নদীর ছলছল জলের শব্দের মতো
সেখানে মাথার ওপর এক টুকরো মেঘ ছিলো
তাদের পেছনে অস্পষ্ট শাদা দেয়াল ছিলো
আমি তাকিয়ে ছিলাম দুজনের কথা বলার ভঙ্গির দিকে
মেয়েটির ভ্রু কাঁপে, সে বাঁ হাত দিয়ে তার চুল শাসন করে
পাতলা কলাপাতা রঙের ওড়নার সাথে খুনসুটি করে
আর বিদ্যুৎ খেলে যায় তার চোখে-মুখে
ছেলেটি ধ্যানী বুদ্ধের মতো দাঁড়িয়ে থাকে

দৃশ্যটার দিকে তাকিয়ে হজম করার চেষ্টা করতে গিয়ে আমার মনে হয়
এতে ইতিহাস কতটুক-কতটুকু ভূগোল দর্শন বা প্রযুক্তি?
মানবের সব কল্পনার বিভূতি লুট করে নিতে পারবে কি নিউট্রন যুগের
বকেরা?
কত পায়ে কোন দিকে যাবে পৃথিবী?

ছেলেটা কথা শুনুক মেয়েটো বলে যাক; হয়ে যাক দীর্ঘ একাঙ্কিকা
– পর্ব মধ্য পর্ব অন্ত
জীবনের গভীর দ্যোতনা প্রেম অভিমান
আমি দৃশ্যটাকে তুলে দিই ভার্চুয়াল জগতে
সবাই ব্যাখ্যা করুক, ইতিহাস লিখুক
দেখি কতটুকু নির্যাস শুষে নিতে পারে মাইক্রোসফট?