প্রেম হোক বৃষ্টি হোক

মাহবুব বারী

প্রেম হোক আমার আত্মার ভেতরে
আর বৃষ্টি হোক আমার আত্মার ভেতরে
প্রেম হোক বৃষ্টি হোক
আমার অদৃশ্য অন্ধকার সত্তার ওপর অঝোর ধারায় নামুক
আমাকে নিয়ে যাক স্বপ্নের শান্তির গভীরে নিয়ে যাক
যে-স্বপ্ন শান্তি অনাদিকাল থেকে এসে মিশেছে অনন্তের পথে
যে দুঃখ-বেদনা ভেলার মতো ভেসে ভেসে তার উপর
প্রেম হোক বৃষ্টি হোক
আর এই বাস্তব পরাবাস্তব অতিবাস্তব দিনের
আর এই প্রাচীন মধ্য আধুনিক উত্তর আধুনিক রাতের
যে সকল সময় স্থির অস্থির আর প্রবহমান তার উপর
প্রেম হোক বৃষ্টি হোক
তোমার অপার সৃষ্টি ও ধ্বংস তোমার অনন্ত জন্ম ও মৃত্যুর ওই খেলা
যতবার লীলা করে মেলা করে পৃথিবীর পথে পথে
যতবার গ্রহ আর নক্ষত্রের আলো জ্বলে আর নিভে
ততবার আনন্দ ও আর্তনাদে ক্ষতবিক্ষত এই হৃদয় ঝরে যায়, মরে যায় যেন
আর তারপর আসে সুদূর অতীত থেকে যে সকল অনশ্বর মানবাত্মার
ধাবমান সম্মিলিত গুঞ্জনধ্বনি প্রবাহিত মেঘের মতো ঊর্ধ্বালোকে উড়ে উড়ে
সেইসব মর্মরিত ক্রন্দন ভাসতে ভাসতে নেমে পড়ে ধরার মাটিতে তার উপর
প্রেম হোক বৃষ্টি হোক
আজ শত শত বৎসরের নারীর শরীরের ঘ্রাণ এসে মিশে আমার হৃদয়ে
আজ কত শত নাম মনে পড়ে যায়
বীথি বেগম হোসনে আরা হালিদা সুচিত্রা শেফালি
আজ যত নারী যত গান যত প্রেম-অপ্রেম যত ঘৃণা-করুণা
যত হালকা গভীর জীবনের বোধ আমাকে করেছে আলিঙ্গন
আর যত মধুর মিলন ক্ষণিকের আনন্দ দিয়ে চিরন্তন যাতনায়
আমাকে করেছে ব্যথাতুর তার উপর
প্রেম হোক বৃষ্টি হোক
প্রেম হোক আমার আত্মার গভীরে
আর বৃষ্টি হোক আমার আত্মার গভীরে।

Published :