ফিল্মফেস্ট-১

গৌতম গুহরায়

 

 

প্রদীপ জ্বলে উঠলে তিনটে দেহ নেমে আসে, ভৌতিক নয় তবু

করোটি ও মুখোশের মতো রক্তশূন্য ও রংমাখা

লাইন ছেড়ে কেউ কেউ বেরিয়ে আসে, দেহগুলো ভাড়া নেয়

আমিও একটা বহুবর্ণের মুখোশ ভাড়া নিই

চারদিকে হাততালির অন্ধকার থেকে বেরিয়ে আসি নিস্তব্ধ গাছের নিচে,

নিজের সঙ্গে মিলিয়ে দেখি।

 

তখন ঘণ্টা বাজে, হট্টগোল নিয়ে শুরু হলো নাইট শো

মার্কিন বুক থেকে ধাতুমুদ্রা উড়ে এসে পরে বেলুর মঠে

বন্ধুরা তখন এ-ওর বুকে খোঁজে তাদেরই মুখ,

চোখগুলো উড়ে যায় নিয়নের দিকে আর

এ-ওর ওপর খিলখিল করে গড়িয়ে পড়ে,

টোকা দিয়ে দেখি     আমাকে চিনতে পারে না তারা

তীব্র আলো তীব্র হাসি চিহ্নর ভেতর তাকিয়ে রস ও কষের খেলা দেখি

 

ক্রমে ফুটে ওঠে প্রত্যেকের বুকে ধাতুর পোড়া দাগ