ফেরা

মিজানুর রহমান বেলাল

 

স্মৃতিফসিল নিয়েই নাটোর স্টেশনে দাঁড়িয়ে – একা

বাঁ-পাঁজরে খামচি কাটে – ঘুম হারানো রাত

ঘামফুল ঘ্রাণ নিয়ে দেখি – লোকাল ট্রেনের নীরবতা

 

দেখি – কংক্রিটের কদমফুলে হলুদ আলোর সার্কাস

স্টেশন মাস্টারের হাতে – সবুজ জোনাকির দৃশ্যকল্প

ধাতব ধূসর রেল আর চাকার যাবজ্জীবন চিৎকার

সময় হারানো হরিণের ছোটাছুটি – বদলে যায়

উপমার উড়ন্ত ক্যানভাস।

 

জীবন’দা এখনো নাটোরে মগ্নচোখে একাকী হাঁটে

তাই বনলতা সবার হৃদপ্রাসাদে সাদা আলোর মহর

 

আমার বুকপকেটে

বাউল বাতাসের ভাঁজ আর অপেক্ষার সন্ন্যাস

তখনই গুনগুন করে গায় – বাড়ি-ফেরা গান…