বদলে যায় পথের প্রকৃতি

মাহমুদ কামাল

পাড় ভাঙতে ভাঙতে কত পথ
নদী হয়ে গেল
চলতে চলতে কত বন্ধু
বন্ধুর পথের মাঝে ভেঙে দিলো প্রীতি
জীবনযাপনের নানা চক্রযানে
দুর্ঘটনা সাক্ষী হয় কৌশলের কাছে
যেমন ঝড়ের পর
তাণ্ডবের চিহ্নসূত্রগুলো
ক্ষতিকেই বৃদ্ধি করে দ্রুত
তেমনই বন্যার পর
শুশ্রƒষার মতো পলিমাটি
বর্ণময় করে তোলে পার্থিব জীবন
পাড় ভাঙতে ভাঙতে যত পথ
নদী হয়ে যায়
নদীও পথের মতো হয়ে ওঠে
দীর্ঘ নদীপথ
এভাবেই বদলে যায় পথের প্রকৃতি
অপ্রকাশ্য স্ফূর্তি পায় মানব হৃদয়ে