বাঘদিবস

হাবীবুল্লাহ সিরাজী

আজ বাঘদিবস, হরিণঘাটায় মহাসমাবেশ।
প্রতিরক্ষা মন্ত্রকের জওয়ানেরা ভোরসকালে একুশ তোপে দিন শুরু করলে
জাতীয় পতাকা এবং সংগীতের দায়িত্ব পালন করে স্বরাষ্ট্র বিভাগ।
মার্চপাস্টে অংশ নিল শিশু-কিশোর অধিদফতর। বিমান ও নৌ-সেনাদের মহড়া শেষে
মহিলাদের হস্তশিল্পের প্রদর্শনী এবং তরুণদের বিতর্ক-প্রতিযোগিতা।

বেলা বাড়ে তো হল্লা জোর, হল্লায়-হল্লায় ভল্লা শোর
বুড়োর দাঁতে চামচিকে, গুঁড়োর গালে চিনেজোঁক
বাঘ-বাঘিনীর উদলা লেজে হাঁচি দিচ্ছে মদনভোগ।

বাঘদিবসের ভোজসভায় খাঁচা ও চিড়িয়াখানার বিষয়টি প্রাধান্য পেয়েছে।
সভাপতির ভাষণে মাল্টিস্টোরিড অরণ্যের পাশাপাশি
সম্পাদকের রিপোর্টে হৃদরোগ-হাসপাতাল ও বিজ্ঞান-বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব
সর্বসম্মতিক্রমে গৃহীত হলে
নৃত্য পরিবেশনের জন্য প্রস্তুত হয় যুবতীসকল।

রাতের সঙ্গে কাৎ হয়ে নিদ্রা যায় বন্দর ও বৃহন্নলা
রেঞ্জার গেছে বউয়ের চুল বিলি দিতে
নিষ্ঠাবান বৃহস্পতি শুক্রবারে পৌঁছার জন্য অপেক্ষমাণ।

বাঘসভা শেষ হওয়া মাত্র শিকারি বনের দখল নিল।