বায়োস্কোপ

গ্যাব্রিয়েল সুমন

শুদ্ধতম জোনাকির বুকের প্ল্যাটফর্মেও জমা থাকতে পারে

অশুদ্ধ ইচ্ছের বিচ্ছিন্ন ডাংগুলি। বিলুপ্তপ্রায় স্টেশনের ক্লান্ত

ছায়াটিও হয়ে উঠতে পারে টকটকে কবিতাবতী। তাই

মুগ্ধতম আকাশ যেথা মেলে ধরে কামবন; সেইসব শান্ত

চিরহরিৎ বৃক্ষেরও ছিল পা। মেঘের যোনিপথে আলগোছে

নৌকাভ্রমণের আনন্দে ঘুরে বেড়াবার উড়ালবর্তী মুগ্ধতা।

তাই দড়ি ও সাপ বিষয়ক জটিলতা থেকে রেহাই পাবার

পূর্বেই মুক্ত চলচ্চিত্রের দৃশ্যায়নে আমরা আকাশ ভাড়া

করে ফেললাম। বিদগ্ধ জোছনার ঘ্রাণ শুঁকে।