বিবেকমূল্যের দায়

জাহিদ হায়দার

 

দাঁড়াতাম আমি

বজ্রপাতের নিচে,

সামান্য হলেও

যদি তুমি নিতে

বিবেকমূল্যের দায়।

 

দন্ড আমার, স্বপ্ন আমার

তোমার করুণায়

ঋদ্ধ হতো মৃত্যুর কল্যাণে।

 

স্মৃতির মেঘ বৃষ্টি খোঁজে

সত্তার প্রান্তরে,

শুদ্ধ হতো ভুল বোঝার ঋণ,

পরস্পরের ফেরা।

 

কে আর ভোলে বাঁচার ক্ষতি

ক্ষতর সন্ধিতে?