বিলু কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান

মাশুদুল হক
জন্ম ১০ জুন ১৯৯০, ঢাকা
প্রকাশক : আলেকজান্দ্রিয়া

বিলু কালু আর গিলুর  রোমাঞ্চকর অভিযান
শিশু ও কিশোর সাহিত্য শাখায় ২০১৩ সালের এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার অর্জন করেছেন মাশুদুল হক। মাশুদুল হক নবীন লেখক Ñ প্রধানত কাজ করছেন শিশুদের নিয়ে। তাঁর লেখার ভুবন শিশু-কিশোরদের রোমাঞ্চকর সব অভিযানে পূর্ণ, যা শিশুদের করে তোলে স্বপ্নমুখী সূর্যমুখী রক্তমুখী। মাশুদুল হক এমন কিছু লিখতেই আনন্দ খুঁজে পান।

মাশুদুল হকের বিলু কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান বইটি শিশু-কিশোরদের অভিযানপ্রিয়তাকে কেন্দ্র করে রচিত। রাজার ছেলে বিলু, সহিসপুত্র কালু আর দু-বছর বয়সী দাঁতছাড়া হাতি গিলু একদিন রাজপুরী ফেলে বেরিয়ে পড়ে গল্প-বলিয়ে পলাতক জল্ল­াদের খোঁজে, ওদের সঙ্গে রওনা দেয় রাজবন্দি গুরুৎও। শুরু হয় ওদের দারুণ রোমাঞ্চকর এক অভিযান। ওদের দিন কাটে উত্তেজনায় ভরপুর বিচিত্র সব অভিজ্ঞতায়। এই অভিযান এই উত্তেজনা শিশু-কিশোরদের কাছে দারুণ এক অভিজ্ঞতার উত্তাপ সঞ্চার করবে। মজার মজার অভিজ্ঞতা আর আকর্ষণীয় বর্ণনায় বিলু কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান বইটি শিশু-কিশোরদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।
বিলু কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান বইয়ের জন্য এইচএসবিসি-কালি ও কলম পুরস্কারপ্রাপ্তিতে মাশুদুল হককে অবারিত অভিনন্দন।