বৃত্ত থেকে বৃত্ত

নওশাদ জামিল

 

সবাই ছেড়েছে জানি। তুমিও তো যাবে

জীবন্মৃত। একে একে বৃষ্টির ভিতর

ছড়িয়ে পড়েছে বেলপাতা, নীলশাড়ি

ভাঁজে ভাঁজে যেন এক নৌকার দুলুনি।

 

আমি দুলি, সে-ও দোলে প্রায় প্রতিক্ষণে

মাথাটা ঝাঁকিয়ে বলে, কোথায় যাবেন?

পেছনে বিস্ফার ঢেউ, কাঁপে মত্ততায়

যেন সে সন্ধ্যার বাঁকে দেখা রাজহাঁস।

 

আমি হাসি, সে-ও হাসে প্রায় প্রতিক্ষণে

শেষে উড়ে যায় বৃত্ত থেকে বৃত্তান্তরে।