বেচারা আঙুল

হারিসুল হক

এ-পথ আমার নয় যে-পথে

হেঁটে গেছো তুমি

দুরন্ত বজ্রের শব্দে

ফাটে কর্ণপটহ –

বিচ্ছিন্ন হতে থাকে

বেচারা আঙুল

 

যে-পথে তুমি গেছো

সে-পথ আমার নয়…

 

স্টেশনে বিকেল নামে

হিম এক নদীর আদলে

অরণ্যে জারজ গাছ

ছায়া গিলে…

 

পথ কি ঝর্ণা নাকি

নাকি পথ সর্ষে কুঁড়ি –

শুধু দোলাচল

শুধু মিটমিট…

 

কোনটা আমার পথ?

শুধু বুঝি

যে-পথে তুমি গেছো

সে-পথ আমার নয় … …