বেলাল চৌধুরী শ্রদ্ধাস্পদেষু

আইউব সৈয়দ

 

ক.

 

সমৃদ্ধিকরণের কৌতূহলী সাড়া,

পদধ্বনির স্বাক্ষরে

বৈচিত্র্যময় নাড়া।

শৈল্পিক-ঐশ্বর্যে ভরা, সাহিত্যের ‘ফানুস’,

বেলাল চৌধুরী চিরশাশ্বত –

উজ্জ্বল মানুষ।

 

খ.

 

মুক্ত হাওয়ার বাউ-ুলে জীবন,

অন্তর ফুঁড়ানো

বোধের উন্মোচন।

পতাকাবাহী প্রান্তরে উড়ান ঘুড়ি,

নিয়মের ব্যতিক্রমী –

কবি বেলাল চৌধুরী।

 

গ.

 

সবকিছুতেই আলাদা-ভিন্ন রূপের ভক্তি,

দিব্যদৃষ্টির উচ্চারক আহা!

অস্তিত্ব দর্শনের শক্তি।

ইতিহাসের অনুষঙ্গ ‘পদাবলি’র ফাল্গুন যিনি,

কেতকী কুসুমে ডুবে থাকা

‘স্বপ্নবন্দি’ বেলাল চৌধুরী তিনি।