বৈরিতার নুন

মনসুর হেলাল

নগ্ন নধর দেহে হাঁটুকল ভেঙে

কাঁধে নিয়ে বিস্ময়ের ঝাঁপি

দুই চোখে পরাগত স্বপ্নের দুন্দুভি; আর

রক্তঘামে সিক্ত পাললিক মৃত্তিকায়

সংবর্ধিত ফসলের শস্যদানা

ছড়িয়ে-ছিটিয়ে তুমি এইখানে এলে।

কেন এলে?

প্রাকৃতিক বর্ণবাদ পাহাড়ের ধস

প্রাক্কলিত জোয়ারের নোনা;

এই বুক দিয়ে তুমি কতটা ঠেকাবে?

নিঃশ্বাসের ভাঁজে ভাঁজে বৈরিতার নুন

আর অমীমাংসিত সত্যের দীর্ণ প্রাচীর পেরিয়ে

হাতে নিয়ে রক্তজবা কেন তুমি এলে।

কেন এলে?

Published :


Comments

Leave a Reply