ব্যস্ত হয়ে পড়েছি খুব

মাহমুদ পারভেজ

 

ব্যস্ত হয়ে পড়েছি খুব।

তোদের ভেতর যেসব

জোছনা জমেছে

যেসব মেঘ জমেছে মাথার ঘিলুতে

যেসব বঞ্চনার রোদ মেখেছে

বিস্তৃত বুকের পাঁজর

সেসব জোছনা, মেঘ আর রোদ

গায় মেখে অকালে

যেসব পাখি যাচ্ছে নিরুদ্দেশ

যেসব হাওয়া নিচ্ছে দম

যেসব ফুলেরা দিচ্ছে ছুট

তাদের দেখভাল করতে গিয়ে

বেমালুম কালের

গর্তে ঢুকে পড়ছে সময়।

 

ইদানীং বড্ড ব্যস্ত হয়ে পড়েছি।