ভাঁটবনে বসন্ত উৎসব

শামসুল ফয়েজ

 

রাঘবপুরের ভাঁটঝাড়ে বসন্তবাহার

মৌমাছি ও প্রজাপতি মেতেছে উৎসবে

রেললাইনের দুধারে, ধানক্ষেতের চিকন আলে

বাঁশঝাড়ের কিনারে ভাঁটফুল ফুটেছে থরে-বিথরে

ভাঁটবনে সারা বাংলায় পথপাশে

প্রচারের শুভেচ্ছাবিহীন প্রতিটি বছর

এই অঘোষিত বসন্তবরণ

মৌমাছি ও প্রজাপতির নাচে তো কমতি নেই।

নেপথ্য সংগীতে দূরাগত কুহুতান।

বিমুগ্ধ হাওয়াও মাতোয়ারা ছড়ানো সৌরভে

না থাকুক বাতিসাজ, গিটারের টুংটাং

কী যে আসে যায় তাতে!

না আসুক টেলিভিশনের রঙিন ক্যামেরা

বৈষয়িক, নিরেট সংসারীও নিজের অজামেত্ম

চলতে-চলতে হয়ে পড়ে উচাটন ও উন্মনা।