ভালোবাসার মতো কেউ

শিউল মনজুর

ভালোবাসার মতো বিশেষ কেউ একজন আসছে; এই ভেবে কুয়াশাভোরে, বাসস্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য প্রতীক্ষায় কাঁপন ধরে শরীরে, তবু অপেক্ষা করতেই হয়…। ভালোবাসার মতো বিশেষ কেউ একজন আসছে; ট্রেন এসে পৌঁছুতে পারেনি, ওয়েটিং রুমে গভীর রাত পর্যন্ত ঝিমুতে ঝিমুতে ক্লান্ত শরীর আর যেন চলে না, তবু অপেক্ষা করতেই হয়…। ভালোবাসার মতো বিশেষ কেউ একজন আসছে; সন্ধ্যা পেরিয়ে গেছে, বিকেলের জাহাজ এখনো ফিরে আসেনি জাহাজঘাটে, টার্মিনালের টি-স্টলে চা পান করতে করতে জ্বলে যায় বুক, তবু অপেক্ষা করতেই হয়…। ভালোবাসার মতো বিশেষ কেউ একজন আসছে; হঠাৎ বিমানবন্দরে ঝড়-হাওয়া। ল্যান্ড করেনি বিমান। চলে গেছে অন্য কোনো বন্দরে। ব্ল্যাক কফি আর কত তাড়াবে ক্লান্তি, তবু অপেক্ষা করতেই হয়…। বিশেষ কেউ আসছে…! বুকের ভেতর মোবাইলের ভাইব্রেশন… কেঁপে কেঁপে উঠছে!