মধ্যরাতের অশ্বারোহী

জাফরুল আহসান

কথার কথা নয়তো সবি ভালোবাসায় জড়িয়ে আছি
রাতদুপুরে ঘুমের ঘোরে খেলছি দেখো কানামাছি
আমার পথে তোমার চলা তাইতো আমি দাঁড়িয়ে আছি
দুজন মিলে পথের বাঁকে বসবো সখি সাধ করেছি।

লাগাম ছাড়া মধ্যরাতে অশ্বারোহী দুষ্টুভারি
ঘুমের ঘোরে তোমায় নিয়ে জাবর কাটা স্বেচ্ছাচারী
এই সময়ে অশ্বারোহী দুষ্টুভারী; দুয়ার খোল
চুমু তোমার দেবেই যদি ভিন্ন দেহে জোয়ার তোল।

রাতদুপুরে ঘুমের ঘোরে খেলছি দেখো কানামাছি
কথার কথা নয়তো সবি ভালোসায় জড়িয়ে আছি।