মহামায়া ও আমার সময়

নাজমীন মর্তুজা

আমাকে ঠেলে দেয় দূরের বনান্তরে
ক্ষয়ে যায় স্মৃতি আবেগ অনূভূতি
মহামায়া কঙ্কাবতী তোমাকে পেতে
পৃথিবীর কথা আর ভাবি না

জল ঢালি নিরলস কুসুমকলি
প্রেমের প্রসারে ফুটে ওঠো আরও একবার
মমির পুতুল

আমাকে ক্ষমতাহীন অসফল করে
দূরত্ব রচো না নীহারিকা
ক্লিষ্ট রক্তাক্ত পায়ে ছুটে এসেছি বহুপথ
সাহারায় ধূলিময় ম্লান রক্তাক্ত হাতে এঁকে যাই
অজন্তার গায়ে সমস্ত বিধূর রাত
শতবর্ষের নিদ্রাহীন আঙুলের ডগায়
জেগে উঠে বেদনার্ত সবিতা
মোরগের লাল ঝুঁটির মতো
তুমিবিহীন আমার ভোরগুলো
ইটের মতো চূর্ণ

মহামায়া তুমি কি বোঝ
এ কার দেহ এ কার প্রাণ
আমার কাছে কেবল তোমার সুরটাই শ্রেষ্ঠ
পৃথিবীর বেহালাটা নয়।