মানুষের মুখ

তমিজ উদদীন লোদী

আমাকে মানুষের মুখ অাঁকতে বলা হয়েছিল।

কিন্তু আমি অাঁকতে গিয়ে টের পাই পৃথিবীর অন্যতম কঠিন একটি কাজে

আমার অজান্তেই আমি হাত দিয়ে ফেলেছি।

 

বরং শৈত্যপ্রবাহের ভেতরে বরফ কুড়ানো কিংবা মরুভূর

তপ্ত বালির ওপর হাঁটা ঢের ঢের সহজ কাজ।

কপোল, চোখ ও থুঁতনি অাঁকতে গিয় টের পাই

এদের নানা ভঙ্গি ও অভিব্যক্তি – অভিন্ন রহস্যের চাদরে ঢাকা।

 

মুখ অাঁকতে গিয়ে দেখি মুখের আড়ালে আরো আরো মুখ আছে

যেন একটি দুরধিগম্য টানেল

অপার অন্ধকার ছাড়া যার সামনে আর কিছুই নেই।

 

মানুষের মুখ অাঁকতে গিয়ে অবশেষে

আমি প্রতিবিম্ব ছাড়া আর কিছুই অাঁকতে পারিনি।