মিলনের জন্য কয়েক লাইন

অলোক বন্দ্যোপাধ্যায়

 

স্মৃতিকে বাঁচাবে বলে

জামার বোতাম ঘরে ফুটিয়ে রেখেছো

তুমি নিষিদ্ধ গোলাপ।

 

কবিতার জন্য তুমি

কিছু তীক্ষ্ণ, বাণবিদ্ধ শব্দ খুঁজেছিলে

জাদুদন্ড শূন্যে তুলে মুষ্টির ধুলো ছুড়ে

বাজিকর সেই দিন অলৌকিক জ্যোৎস্না এনেছিল

 

জ্যোৎস্না মানে   মিষ্টি কোনো সোঁদাগন্ধ নয়

জ্যোৎস্না মানে   হেরে যাওয়া রেসুড়ের ম্লান চোখে

ভূমিকম্প কিমাকার বিষণ্ণতা

 

বহুক্ষণ আগে তুমি রুক্ষস্বরে বলেছিলে :

‘বেহালাবাদক তুমি বাজনা থামাও’

 

বেহালা থেমেছে বহুক্ষণ

পাহাড়ের গা বেয়ে ঝরেছে অন্তিম নিস্বন

 

তবু কেন কিছু শব্দ ভিড় করে বুকের কপাটে?

তবু কেন কিছু মেঘ আলো ঢাকে তীব্র কুয়াশায়?