মিলিয়ে যাওয়া অক্ষরে

অমিতাভ দাশ

একটা আস্ত নদী
আর তার সমস্ত জল বুকে পুরে…
আকাশের দিকে ‘কি তৃপ্তি! কি তৃপ্তি!’
বলে চাইতেই…
সারা চেতনা উঠলো দুলে –
ছলাৎ ছলাৎ!

দেখি তারপর…
নদী ও আকাশের প্রতিফলনের
ম্যাজিক আলোয়…
আমার চুলের সীমারেখা থেকে
কেমন অদৃশ্য-হওয়ার…
শুরু!

এরকম আলোয় ভাঙতে ভাঙতে
দৃশ্যমান ও স্বচ্ছতায় ভাঙতে ভাঙতে
হয়তো বা কোনো একদিন
পুরো আমিই…
অদৃশ্য হয়ে গেলাম!!
বাহ্!

সিনেমার শেষ দৃশ্য…
টোটাল ফেড্ আউট
পর্দায় ফোটা… মিলিয়ে যাওয়া অক্ষরে…
এল্ ফিন… ফিনি… ইনফিনিটি!!

Published :