মুখোমুখি-২

শিল্পী মোহাম্মদ ইকবাল নববইয়ের দশকে তাঁর সৃজনী ভাবনা ও বিষয়ের গুণে এ-দেশের শিল্পানুরাগী মহলে সম্ভাবনাময় চিত্রকর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেই সময়ে তিনি বিষয় হিসেবে বেছে নেন উন্মূল, গৃহহীন ও অধ্যাত্মভাবনায় তাড়িত সমাজবিচ্ছিন্ন সন্ন্যাসী মানুষজনকে। তাঁর পঞ্চম একক প্রদর্শনীতে এই বিষয়কে ঘিরে যে-চিত্রগুচ্ছ ছিল তা চিত্রানুরাগী মহলে আদৃত হয়েছিল। এই প্রদর্শনী শুধু বিষয়ের ভিন্ন মেজাজের জন্যে নয়, পরিপ্রেক্ষিতজ্ঞান এবং রং-ব্যবহারের কৌশলেও এক চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করেছিল। মোহাম্মদ ইকবাল ১৯৯৯ সালে চিত্রবিদ্যায় বৃহত্তর পাঠ গ্রহণের জন্য জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান যান। জাপানের উচ্চতর শিল্প-পরিমন্ডল তাঁর মানসভুবনকে সমৃদ্ধ করে। এই সময়ে চোখ মেলে দেখেন আন্তর্জাতিক পরিমন্ডলের আবহ। এই অবস্থান তাঁর শিল্প-অভিযাত্রাকে আরো পরিণত করলেও তিনি এই ভুবন থেকে কিছু পরিগ্রহণ করেননি। বরং নিজস্ব চিত্রভাষা ও শৈলীকে আরো পুষ্টি ও বৃদ্ধির জন্য সচেষ্ট হন। এই সময়ে তাঁর ভাবনার ও জিজ্ঞাসার বৃত্তে সাম্প্রতিককালের সভ্যতার সংকট, যুদ্ধ ও তার পরিবেশ আলোড়িত করে। এই বৃহত্তর পরিপ্রেক্ষিতকে বিষয় করে তিনি ছবি অাঁকেন। যুদ্ধ ও সন্ত্রাস শিশুকে যে অনিশ্চয়তা, বিষাদ ও হতাশায় নিক্ষেপ করছে তা তাঁর ছবির বিষয় হয়ে ওঠে। মোহাম্মদ ইকবাল যুদ্ধবিরোধী অঙ্গীকার থেকেই নির্মাণ ও সৃষ্টির এই উদ্দামতায় মেতে ওঠেন। মোহাম্মদ ইকবাল ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ ডিগ্রি এবং ২০১০ সালে জাপানের টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফাইন আর্টস অ্যান্ড মিউজিক থেকে পিএইচ-ডি অর্জন করেন। প্রচ্ছদে ব্যবহৃত ছবিটি ২০১৫ সালে তেলরঙে করা, শিরোনাম ‘তোমার মুখোমুখি-২’। মোহাম্মদ ইকবাল ১৯৬৭ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন।