মেগাসিটি

সুজন হাজারী
ভোরের সূর্যের দুয়ার খুললে মেগাসিটির
ট্রাফিক মোড়ে সিগন্যাল স্ট্যান্ডে সংকেতবাতি জ্বলে
ওভারব্রিজের আন্ডারগ্রাউন্ড সিঁড়ির নিচে
ব্যথাতুর চাতুর্যে গেঁথে ফেলা অন্ধকার
আড়ালে যাপিত জীবন রাত্রির নিষিদ্ধ কাব্য লেখে।

অন্ধকার সুবর্ণ আলোর মিছিলে
ঢ্যামনার সোহাগ মুছে যায়
রমনা পার্কের বেঞ্চিতে বসে উঠতি যুবতীরা
খদ্দেরের প্রত্যাশায় চিনাবাদাম চিবায়
ভেংচি কেটে বেহায়া পথিকের দৃষ্টি কাড়ে
কাছে ডাকে হাত ইশারায়।

কুমারী বিউটি অভাগী সঙ্গীয় সখী ফেন্সির মাথাভর্তি
অগোছালো চুলের উকুন বাছে নিরিবিলি
বুভুক্ষু দুপুরের বেফাঁস আড্ডায়।

রাতভর শরীর নিঙড়ানো ঘামে ভেজা ব্লাউজে
মেশানো সস্তা প্রসাধনীর কটু গন্ধ
রাজপথে বিজয়ী গৌরবে ভাসে
ধোঁয়া গ্যাস দূষিত বাতাসে
নিরুপায় পথচারী লজ্জায় নাকে রুমাল চেপে হাঁটে

উহাদের পেটের ভেতর ক্ষুধার বিষাক্ত কামড়
দীর্ঘ অপেক্ষায় পাল্স রেট বাড়ে
তবু খদ্দেরের হাতে দেয় তুলে সবুজ পান খিলি।

রিকশাওয়ালা খুশিতে একগাল হেসে দুপুরের ভাতের
টাকা দিয়ে বলে : কথা আছে রাত ১০টায়
দেখা হবে গুলিস্তান সিনেমার মোড়ে
কী কথা তাহার সাথে!

†gMvwmwU

myRb nvRvix

†fv‡ii m~‡h©i `yqvi Lyj‡j †gMvwmwUi

UªvwdK †gv‡o wmMb¨vj ÷¨v‡Û ms‡KZevwZ R¡‡j

Ifviweª‡Ri AvÛviMÖvDÛ wmuwoi wb‡P

e¨_vZzi PvZz‡h© †Mu‡_ †djv AÜKvi

Avov‡j hvwcZ Rxeb ivwÎi wbwl× Kve¨ †j‡L|

 

AÜKvi myeY© Av‡jvi wgwQ‡j

                        X¨vgbvi †mvnvM gy‡Q hvq

igbv cv‡K©i †ew‡Z e‡m DVwZ hyeZxiv

L‡Ï‡ii cÖZ¨vkvq wPbvev`vg wPevq

†fswP †K‡U †envqv cw_‡Ki `„wó Kv‡o

                       Kv‡Q Wv‡K nvZ Bkvivq|

 

Kzgvix weDwU AfvMx m½xq mLx †dwÝi gv_vfwZ©

A‡MvQv‡jv Pz‡ji DKzb ev‡Q wbwiwewj

                   eyfy¶z `ycy‡ii †eduvm AvÇvq|

 

ivZfi kixi wbOov‡bv Nv‡g †fRv e­vD‡R

†gkv‡bv m¯—v cÖmvabxi KUz MÜ

ivRc‡_ weRqx †MŠi‡e fv‡m

                 †auvqv M¨vm `~wlZ evZv‡m

wbi“cvq c_Pvix j¾vq bv‡K i“gvj †P‡c nuv‡U

 

Dnv‡`i †c‡Ui †fZi ¶zavi welv³ Kvgo

`xN© A‡c¶vq cvj&m †iU ev‡o

Zey L‡Ï‡ii nv‡Z †`q Zz‡j meyR cvb wLwj|

 

wiKkvIqvjv Lywk‡Z GKMvj †n‡m `ycy‡ii fv‡Zi

UvKv w`‡q e‡j : K_v Av‡Q ivZ 10Uvq

†`Lv n‡e ¸wj¯—vb wm‡bgvi †gv‡o

                     Kx K_v Zvnvi mv‡_!