মৌলভীবাজার খুব দূর নয়

শাহজাহান হাফিজ

মৌলভীবাজার খুব দূর নয়, অথবা অনেক দূর – নাগাল পাবো না কোনোদিন!

অথচ এমন ছিল একদিন, অরণ্যকে ভালোবেসে অরণ্যের কাছে গেছি;

বলেছি, তোমাকে ভালোবাসি!

অথচ এমন ছিল একদিন, একা-একা, উদাসী পাহাড় বেয়ে, গেছি বহুদূর;

বলেছি, তোমাকে ভালোবাসি!

এসবই স্বপ্ন আজ! স্বপ্নের ভিতর আজো টের পাই : ঝরে জল, ঝরে জল –

ঝরে শুধু ঝর্ণার তীব্র জলরাশি!

মাধবকুন্ডের কথা মনে পড়ে? মনে পড়ে মনুর উপরে ব্রিজ – ওই পারে,

নজমুলদের তোরণ-শোভিত সেই বাড়ি?

‘নজমুল তোমার চোখে এখনো কি খুব জল? এখনো কি অশ্রু ঝরে

বিদায় বেলায়!’

‘মুজিব কি নিশিতে আজো বাড়ি যাও? এখনো কি রাত জেগে, আরক্ত নয়নে,

জীবনের হিসাব মিলাও?’

 

মৌলভীবাজার খুব দূর নয়, অথবা অনেক দূর – নাগাল পাবো না কোনোদিন!

অথচ এমন ছিলো একদিন, মানুষকে ভালোবেসে মানুষের কাছে গেছি;

বলেছি, তোমাকে ভালোবাসি!

অথচ এমন ছিলো একদিন, মৃত্তিকাকে ভালোবেসে মৃত্তিকার কাছে গেছি;

বলেছি, তোমাকে ভালোবাসি!

এসবই স্বপ্ন আজ! স্বপ্নের ভিতর আজো টের পাই : স্মৃতি শুধু ঝরে যায়;

ঝরে যায় মুহূর্তের দীর্ণ পত্ররাশি!

 

পঁচিশ বছর খুব দীর্ঘ নয়, অথবা অনেক দীর্ঘ – নাগাল পাবো না কোনোদিন!

কোনোদিন জানবো না, মুহিব কেমন আছো; কাটাও কেমন করে, গল্পের প্রহর!

তোমাদের চিরচেনা পৃথিবীতে, একটি মানুষ ছিলো একদিন – মনে পড়ে?

মনে পড়ে আজো?

 

মৌলভীবাজার খুব দূর নয়, অথবা অনেক দূর – নাগাল পাবো না কোনোদিন!