রহস্য

পার্থপ্রতিম মজুমদার

 

শরীর শরীর চায়, মন চায় মন

বুঝি না বুঝি না আমি, কে বেশি আপন

কার কথা কার কাছে কোনভাবে যায়

কটুবাক্য কে বা বলে, কে চোখে হারায়

 

বুঝি না বুঝি না কিছু এই লীলাখেলা

কে অতি সবল আর কেই-বা অবলা

পৃথিবী রহস্যে ভরা, রহস্য অপার

কী এক গোপন খেলা চলে চারিধার

নানাবিধ স্রোত শুধু ওঠে আর পড়ে

আমরাও উঠি-ভাসি এ-স্রোতসাগরে

 

দুদিনের কান্না শুধু, দুদিনের হাসি

এই নিয়ে চলে যত ভালোবাসাবাসি

অর্বাচীন কবি শুধু দেখে আর হাসে

 

আকাশে শ্রাবণ দেখো ঘোর করে আসে…