রাধামোহনপুর

স্নেহাশিস পাল

 

জীর্ণ সৌধে নামহীন মরশুমি ফুল

প্রজাপতি খোঁজে কচি পাপড়ির মৃদু বাঁক

দূরের মরমি ভাটিয়ালি-ঘেঁষা ঝুরো কূল

গোধূলি-হাওয়ায় ট্যুরিস্ট-দল যে নির্বাক

 

আমিও আহুতি, দুঃখ ঝরনা ঢালি শুধু

কোন বিশ্বাসে সব পথ হয় নির্মাণ

না-বুঝে সাজাই শুকনো পাতায় ধুধু

পাগলের শিসে আহত পাখির শেষ গান

 

অবহেলা আর খেলার মাঝে যে-সাঁকো

সেসব পেরিয়ে – ফুরোয় ছুটির একদিন

এ-নিঃস্ব বুক কুটুমে ভরিয়ে… সুখে থাকো

ট্যুরিস্ট ফেরে… শীতের ধুলোয় জমে ঋণ

 

এখনো দুলছে ফেলে আসা সেই একা সাঁকো

আপলোড করো – আনন্দ-খুশি-ডিজিপিক্

এ-শূন্য বুক কুটুমে ভরাও… ভালো থাকো

 

লাইক-শেয়ারে আমার স্মৃতিরা শ্বাস নিক