লসঅ্যাঞ্জেলেসের পথে

কাইয়ুম চৌধুরী
কুয়াশা কেটে যাওয়া রোদ
মাখা শস্যক্ষেত
যতদূর চোখ যায়
দ্রুত অতিক্রম করে যাই
জলপাই বাগান
হেমন্ত হাওয়ায়।
দূর পাহাড়ের সারি
সোনালি তৃণে ঢাকা
মুক্ত আকারে নীলাভ সবুজে
জল টলটল তুলির ডগায়
স্বচ্ছ রঙেতে আঁকা।
সারি তোলা দ্রাক্ষাকুঞ্জ
সমান্তরালে অপস্রিয়মাণ
তৈরি করে উল্লম্বরেখা
সিঞ্চিত জলধারা ঘূর্ণায়মান।
বাড়িঘর, নদীনালা
বিদ্যুৎ টাওয়ার, গোলাবাড়ি
দিগন্তছোঁয়া চারণভূমি
হলুদ ল্যাপটানো শস্যটানা গাড়ি।
অলস ট্রাক্টর, ভাতঘুম ঘোড়া

মাথার ওপরে জোড়া
হাইওয়ে পেছনে পালায়
মালবাহী জাগারনট
দ্রুত পার হয়ে যায়।
রাস্তার দুধারে মফস্বল
শহর হঠাৎ দুভাগ
মার্কিনি চলাফেরা ফুডকোর্ট
ম্যাকডোনাল্ড জমজমাট।
পাহাড়ের আবার উদয়
সিয়েরামাদ্রের শাখা ঘেঁষে
ছুটে চলে গ্রে হাউন্ড
যাত্রীরা ঝিমোয়।
দূর আকাশে জ্বলজ্বলে
লাল-নীল নিওনের
জোনাক-ঝরানো রাত
লালগাছ নীলবাড়ি
সমুখে হঠাৎ –
গতিমন্থর গ্রে হাউন্ড
দূরযাত্রার শেষ
আড়মোড়া ভেঙে
এসে যাই লসঅ্যাঞ্জেলেস ॥