লালনের বাণী

সেলিম মাহমুদ

অাঁকা বা আকাবা; অাঁকা-চিত্রকলা, আকাবা-বন্দর
গাছের ছবি পাখি পাবে, বন্দরের পণ্য মহাজন;
অাঁকি আমি অভাজন, কার ছবি, কার অনুভব;
যে যায় প্লাস্টার ছিন্ন করে – অ্যাক্রিলিক কিবা তার!

লালনের বাণী প্রান্তরে প্রান্তরে ঘোরে
পথের মিস্তিরি ইট বিটুমিনে বালু ঢালে।