লোকোত্তর পটভূমি

খালেদ হোসাইন

 

লোকোত্তর পটভূমি                       যদি ভুলে যাও তুমি

আমার উপায় হবে কী যে

ব্রহ্মান্ডের মূলে যদি                       না থাকে কামনা-নদী

বিষোদ্গারে যাব না কি ভিজে?

 

খন্ড অভিজ্ঞতাগুলো                      মধ্যরাতে বাঘে ছুঁলো

এ আত্মা বিদীর্ণ হয়ে যায়

ঘনায়মান অন্ধকার                      ডাক দেয় বুকে তার

আর কত থাকব প্রতীক্ষায়?

 

এ অনন্য অন্বেষণ             মহাবিশ্ব আবর্তন

পরিহাস শিরোধার্য করি

মরচে-পড়া পালাগান        লুপ্ত করে বাহ্যজ্ঞান

তাই মর্ত্যে চেয়েছি অপ্সরী।

 

অতিশয় ব্যর্থতায়             এ-জীবন যায়-যায়

অতি ক্ষুদ্র জ্ঞানপরিসর

যুক্তি-আলোকিত দিন        শুধবে না এই ঋণ,

ঘুচবে না স্নায়বিক জ্বর?

 

এ-শরীর অধিকাংশে         গড়া কিন্তু রক্ত-মাংসে

ভুলে যদি যাও তুমি তবে

সমুদ্রের তলদেশে              আমি কিন্তু যাব ভেসে

পাতালেই শবযাত্রা হবে।