শব্দের পিপাসা

ভাষান্তর : মঈনুস সুলতান

সে তাকে থামিয়ে দিতে চেয়েছিলো একদিন

রাজপথের ঠিক মাঝখানে –

পদচারী, হরেক রকমের যানবাহন চলমান,

উপেক্ষা করে সমস্ত কিছু বলতে চেয়েছিলো কথা

একটি প্রশ্নও ছিলো তার মনে

ভাঙাতে চেয়েছিলো তার অভিমান।

দেখা যখন হয়েই গেলো চলার পথে তার সাথে

বর্মের মতো দুহাত তুলে মেয়েটির অবাক হওয়া চোখে

তেড়ছা হয়ে পড়া রোদ চেয়েছিলো ফেরাতে।

কিন্তু সে হেঁটে গেলো নীরবে – তাকালো না ফিরে

ইচ্ছে হয়েছিলো কষে লাগাতে একটি চড়,

নিমেষে জীবনের তাবৎ নামতায় হয়ে গেলো গড়বড়

হৃদয়ে তার ছড়িয়ে পড়লো আগুন অপ্রাপ্তির দগ্ধ সমীরে।

 

শুনতে চেয়েছিলো তার মুখ থেকে একটি শব্দ

সে যদি সত্যি সত্যি এ শব্দটি করতো উচ্চারণ,

পৃথিবীতে পুষ্পবৃষ্টি হতো

কোরকের সন্ধানে প্রজাপতিরা হতো উন্মন।

আর মুদে আসতো তার চোখ দুটি গাঢ় আবেশে

শব্দ সে খুবই ভালোবাসে,

একটি ব্যাকুল শব্দ প্রজাপতির মতো উড়তো তার চারপাশে।

 

সমস্ত জীবন আমার বয়ে গেলো সাদি  –

একটি শব্দের পিপাসায় … মননের তরী বেয়ে,

বসে আছি আমি সংকীর্ণ এক আশাপথ চেয়ে।