শান্ত শান্তি

আলোক সরকার

 

একটা আলো

একেবারে অন্য রঙের আলো।

এইরকম মাঝে-মাঝে হয়।

 

নারকেলগাছের পিছনের আলো

জামরুলগাছের মাথার উপরের আলো –

কতবার একেবারে অন্যরকম।

 

সেই অন্যরকম

তা আছে, চারদিক ভরে আছে।

 

পথ চলতে চলতে ভাবি

কতদিনের পথ-চলা।

 

ধুলো হঠাৎ অন্য আলোর ধুলো।

হাওয়া হঠাৎ অন্য আলোর হাওয়া।

 

এমন একটা অন্যরকম

প্রশ্নই হয় না তার অন্যরকম

 

সহজ কোমল শান্তি।

শান্ত শান্তি।