সঙ্গে যদি

মাকিদ হায়দার

(শ্রদ্ধাভাজন কবি মাহমুদ আল জামান)

 

তীর্থে যাবো সঙ্গে যদি নিতে

ধুইয়ে দিতাম সোনার চরণ দুটি।

 

কুড়িয়ে দিতাম হারিয়ে যাওয়া মুখ,

প্রেমিক কবির দৃষ্টিভেজা চোখ।

 

তীর্থে যাবো সঙ্গে যদি নিতে।

 

নাইবা গেলাম গয়া-কাশী

যেতাম, সুদূর বৃন্দাবন।

সেথায় গেলে হয়তো আমি ফিরে পেতাম কারো

হারিয়ে যাওয়া মন

 

তবু যদি তীর্থে নিতে, কৃষ্ণ হয়ে

থেকে যেতাম, রাধাবৃক্ষের শাখে