সত্তরের বন্ধুদের প্রতি

আহমদ আজিজ

 

পাতাঝরা প্রান্তরের মাঠে তুমুল ঘূর্ণির দিনে

বিস্তারিত বৃক্ষের সারির দৃশ্যপটে

নিশ্চুপ বৃক্ষের মতো আমিও ছিলাম – মনে পড়ে?

আমাদের গেছে দিন একদিন শর্তহীনতায়।

 

ভবঘুরে জীবনের মতো আমিও তো

দাঁড়িয়েছিলাম একা অনির্দিষ্ট অপেক্ষার মতো

কোনো সাধারণ অচেনা রাস্তার মোড়ে,

ঝড়ো-জীবনের দিনে আমারও তো কেটেছে সময়

ধোঁয়া আর ধুলা জমে-ওঠা

অনর্থক অপেক্ষার চা-র স্টলে বসে থেকে থেকে।

 

একদিন তোমাদের সাথে সাঁকো পেরোনোর পথে

ঠিক দেখা হয়ে যাবে তেমনই কোনো সাধারণ

অচেনা রাস্তার মোড়ে

কিংবা দেখা হয়ে যাবে আমাদের অতিপরিচিত

অনর্থক অপেক্ষার সেই চা-র স্টলে।

 

বাস্তবিক আমাদের জন্য

স্বপ্নঘন হাওয়ায় উড়ে-আসা কাটা-ঘুড়ি নেই :

যাত্রীহীন নৌকা পাড়ি দিক মহাশূন্যতার নদী

অর্থহীন ঝড় তোলপাড় করুক আবিশ্বভূমি

তবু সুস্থির মন আমাদের আকণ্ঠ গরলে –

আমরা নৌকায় ভুল করে কিছুই আসিনি ফেলে।