সন্নিধান : অনন্ত খনিজ

হাসান হাফিজ

 

সুরলোকে আলোর মূর্ছনা আছে আত্মলয়ও আছে

এ বন্দিশ কোনোদিনই ফুরাবার নয়

রাগমালা ভুল (?) করে তোমাতে মজেছি,

ভজন সাধন সিদ্ধি সে-কারণে হলো না হলো না!

ধ্রম্নপদ সংগীতে আছে অনন্ত খনিজ

সূক্ষ্ম মিহি অন্তরীণ বেদনাদহন

ঐশিতার ধীরলয় ওঠানামা তান

মর্মের মরমে পশে

নতুন চরের মতো

সুরলোক আবিষ্কার করি,

মৃত্যুস্বাদ করি পান তারিয়ে তারিয়ে

এই প্রভা ক্ষণদ্যুতি

কী আশ্চর্য নিপুণ ডানায়

উড়ে যায় মর্ত্যের সামান্য গ–

ডানা মেলে মেঘলোক ছাড়িয়ে ছাড়িয়ে

আমিও ধ্রম্নপদ গানে

নিজ সত্তা আলুথালু স্বেচ্ছায় হারিয়ে

কাঙালপনাকে করি সম্মোহনে আলিঙ্গন

সে-মিলন অপার্থিব

সে-মিলন বর্ণনা অতীত

সে-মিলন অনন্ত তৃষ্ণায়

বিলীন হওয়ার স্বপ্ন অভিলাষ

নিভৃতে রোপণ করে

সাধারণ মানুষেরা এই মুক্তি-রসায়ন

চাইলেও কিছুতেই বুঝতে পারে না।