সবুজ কথা

দিলীপ কির্ত্তুনিয়া

 

তুমি সবুজ না দেখে পারবে না।

তুমি সবুজ না থেকেও পারবে না।

সবুজ তোমাকে দেখতেই হবে

এত গাছপালার সামনে।

সবুজ তোমাকে থাকতেও হবে তাই বুঝি!

এরপরেও কথা থেকে যায় অনেক –

এত সবুজ সামনে সমুদ্রের মতো

সবুজকে দেখি না তবু।

বিষাদের কালো ছায়া মনটাকে গেলে।

মাতাল চাতাল সবুজ হারিয়ে যায়

কিছু সময়ের জন্যে।

মানুষ মনে-মনে বসত করে।

 

তখনো ওই সবুজ তখনো অপরূপ

তখনো ওই সবুজের ওপর সূর্যের আলো

তখনো পাখি এসে বসে – গান গায় –

প্রজাপতি ডানা মেলে ওড়ে।

গাছ আমাদের ডাকে

ডাকতেই থাকে

নবজীবনে ফেরার

সবুজের গানে।