সব সন্ধ্যাই রাতের তলপেট নয়

দ্রাবিড় সৈকত

 

এই বাতিকের কোনো উত্তর নেই রূপচাঁদা

সময়ের পেট থেকে পিছলানো জমাট হীরক

যাকে তুমি জেলি ভেবে দাঁত এবং চিবুক বসাও

বিষুবরেখার প্ররোচনায়

জানোই তো, পরিপাকে বেঁচে থাকে মাছের নিয়ম

এই পরিপাক ধরে তোমার চলার পথে যারা হয়েছে উড়াল সড়ক

তাদের ডানায় বসে আছে ঠিকাদার

ঠিকুজি ঘুরিয়ে দেখার অবসরে তিনি অংক করেন

তোমাদের কলেজে তিনি রূপশালী মেহগনি গাছ…