সাবেক প্রেমিকার প্রতি

সৈয়দ নাফিস কামাল

 

আরাত্রিকা, তোমার চুলে পাক ধরেছে-

সময় কি আর তোমার তরে থাকছে বসে?

তুমিও এখন সময় কাটাও, আরাত্রিকা

‘কী-চেয়েছি-কী-পেয়েছি’র হিসাব কষে!

 

ভুলের খেলায় ভুল না করে ভুল করেছ-

এই বাজারে ভুলের মাশুল বড্ড চড়া,

এখন কি আর সেদিন আছে – মন চাইলেই

দরজা খুলে যেদিক ইচ্ছে বেরিয়ে পড়া!

 

এখনো কি জানলা দিয়ে তাকিয়ে দেখ-

মেঘে মেঘে তৈরি হলো রবীন্দ্রনাথ,

ইচ্ছে-মেঘে উড়িয়ে নেবে অনেক দূরে

এখন তোমার জাগে কি না ইচ্ছে হঠাৎ?

 

এখনো কি কবিতা পড়ো সমর সেনের?

চিত্র দেখে অবাক মানো নন্দলালের?

নাকি তোমার দিনের সূচি পালটে গেছে?

ওসব এখন ভীষণ বাসি-অতীতকালের!

 

স্মৃতির হাটে হাতড়ে এখন কী লাভ বলো –

হিসাব-নিকাশ চুকে গেছে সেই তো কবেই

যা-হোক, তুমি ভালো থেকো, আরাত্রিকা

ভালো থাকার অভিনয়ে ক্ষতি তো নেই!