সুদর্শনা

চঞ্চল শাহরিয়ার

 

কাজ নেই। বারান্দায় বসে বসে তোমাকে দেখছি।

দেখছি তোমার কার্ডিগানে বসা নীল প্রজাপতি।

টেবিলে চায়ের কাপ। পেস্ননের টিকিট। ম্যাগাজিন।

মোবাইল ফোনে রিংটোন বাজছেই। রিসিভ করার

প্রয়োজন মনে করছ না। খুব মনোযোগ দিয়ে

কার কথা ভাবছো এখন? মাঘের সকাল আজ

অনেক সুন্দর। তবু তোমার মন খারাপ?

 

কাছে আসো। মন ভালো করে দিই।

দিয়ে দিই জীবনের সুনীল আকাশ।