সুন্দরের জন্মরহস্য

নাজমীন মর্তুজা

 

জন্ম ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে সে

চোখ জুড়ে নিঃস্বতার অভিব্যক্তি, বৃষ্টির ধারাপাত।

হিরণ¥য় রৌদ্রে পুড়ে গেছে

নবীন জীবনের কোমলতাটুকু

তবু শরীরময় সুন্দরের আর্তনাদ।

প্রশ্ন করি কতবার খ- খ- হয়েছো

পুরো একটা রাতে?

 

ভাষাহীন চুপচাপ তার ঠোঁটজোড়া

দিনের সূর্য যত দ্রুত নেমে যায়

তত গভীর থেকে উঠে আসে কঠিন অন্ধকার।

 

তখনো হাজার প্রশ্ন অপেক্ষমাণ

আমার কলমের ডগায়

অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট

সামাজিক অসাম্য বিশ্বমানবতাবোধ।

 

খুব লঘু সুরে বলে ওঠে সে

জলে ডুব দিতে ভয় হয় আজকাল

আতঙ্ক ছুঁয়ে থাকে নখের আঁচড়ে

সেদিন নগ্ন হওয়ার পর আমার লজ্জা লাগেনি

চাবুকে ক্ষত-বিক্ষত হওয়ার পরও

আমি ব্যথা পাইনি।

 

উফ্ চোখ মেলে দেখছি সতীর জীবন্ত দাহ।

ওকে স্বপ্ন দেখাবার মতো ভাষা জানা নেই

শুধু সুন্দরের রহস্য জানা হলো

আর শুরু হলো নতুন একটা উপন্যাস।

Published :


Comments

Leave a Reply