সূর্যোদয়ের পথ

মোসলেম উদ্দীন

পাঠ করো একবার

কেন থেমে আছি নির্বাক

মননের কথা নিয়ে শারীরিক ভাষায়,

এ-পাঠে ভুল করলেই ভুল

তোমার আমার চোখের ভাষা

মনন থেকে সরে না একচুল।

 

জীবনটারে দেখতে হচ্ছে

ধরে রেখে কায়ক্লেশে

চলছে ক্ষীণগতির শকটে

ছদ্মবেশে নয় বটে।

 

ছন্দে চলতে চাই সবাই

তোমার কী যে মতি

বাড়াও না আরো গতি

বাড়িয়েই ছুঁতে হয় ছন্দময় সময়

সেই সাথে কাঙ্ক্ষিত রথ –

দেবে অভীষ্টের সন্ধান

অন্ধকার দূরে ফেলে

পাবে সূর্যোদয়ের পথ।