সেই উঠোন

কাজী রোজী

 

উঠোনটাকে পেরিয়ে গিয়ে পথ

পথের শেষে অন্ধকারের রূপ

বৃক্ষরাজির গভীর ঘন ছুঁয়ে

তোমার আলো কালো কাটার পথ।

 

অন্য আদেশ অন্য সময় মেনে

রাতদুপুরে সুখের সীমা টানি

আনন্দ বেশ জড়িয়ে নেব নিজে

তোমার কোনো ক্ষতির কারণ, নয়।

 

শত্রুপাখি গাছের ডালে থাকে

তার নিধনে আমরা ডাকি তাকে

হায় না জেনে, আড়াল যারে করি

তার বাঁধনে নিজের ভাগ্য গড়ি।

 

আবার আসি সেই উঠোনে আমি

তোমার দুহাত জড়িয়ে ধরে থাকি

বৃক্ষরাজির গুল্মলতার মতো

আলোর নাগাল উঠোন ভরে রাখি।