স্বপ্নের সূর্যটা যেন মুক্ত হয়

নাসির আহমেদ

স্বপ্ন সমাহিত! সব শেষ? বাঁশঝাড়ে জ্বলছে শোকার্ত জোনাকিরা।
স্তব্ধতার অন্ধকারে ঝিঁঝিরাও নীরবতার শয্যায় ক্লান্ত
মেঘের ভারে নুয়ে পড়েছে আকাশ। হয়তো কান্নার প্রস্ত্ততি নিচ্ছে।
দুঃখের সমুদ্র ফুলে উঠছে আমার বুকের মধ্যে।

অথচ তোমার জন্য, হ্যাঁ স্বপ্ন, শুধু তোমার আমন্ত্রণেই আসা
এতটা কণ্টকাকীর্ণ পথ। তোমার দ্যুতিতে ঝলসে উঠেছিল
সমস্ত পরিপাশ^র্, তীব্র স্বপ্নের উপমা যদি বাঁধভাঙা সমুদ্র হয়
তবে যথার্থ বোঝাতে পারি অনর্গল আকাঙ্ক্ষার স্রোতের তীব্রতা।

যেন মায়ার ঘোরে অবেলায় সূর্যকে ডেকে নিলো রাত্রি তার কালো অাঁচলের নিচে
প্রখর উজ্জ্বল রৌদ্রঝলসিত সকাল চলে গেল রাত্রির আয়ত্তে
স্বপ্নটা যদি ব্যক্তিগত হতো, তবে দুঃখ চেপে রাখতাম গোপনে
স্বপ্নটা তো তাদেরও – যারা মাকে ভালোবেসে প্রাণ দিতেও অকুণ্ঠ

মেঘের ভারে নুয়ে পড়ছে কান্না ভারাতুর আকাশ এবং সব আলো
হায় প্রিয় জননী কেন তোমার নিয়তি এই স্বপ্নভঙ্গের মতো অন্ধকার!
অন্ধকার ধেয়ে আসছে আবার একাত্তর থেকে এই চল্লিশ বছর পরে
আমার সোনার বাংলার সূর্য-সকালটা ঢেকে দিচ্ছে সেই অন্ধকার?

সূর্য উঠুক। ফুলের মতো ফুটুক আবার প্রিয় স্বপ্নের নতুন কুঁড়ি
একটা গতি হোক আমাদের অসম্পূর্ণ স্বপ্নের সোনালি দিনের।

১ অক্টোবর ২০১২