স্বপ্নে

পিনাকী ঠাকুর

 

যখন ছিলাম ধ্বংসপ্রবণ যখন ছিলাম স্বেচ্ছাচারী

কোথায় তোমার স্নানের ঘরে গন্ধমদির রঙিন সাবান?

আবার আমি সৃষ্টিসুখেই তোমার সঙ্গে হাত মিলিয়ে

তৈরি করছি অণুর গঠন, ফুটন্ত এই গ্রহের মাটি

 

লক্ষ কোটি বছর পরে ভোর জেগেছে পাহাড়চূড়ায়

থমকে যাওয়া সময় চরছে নীলচে ঘাসের তরাই জুড়ে;

চোখের জলের ঝরনা নেমে তেষ্টা মেটায় এই অরণ্যে

 

উপত্যকায় মেয়ে-মরদ তুলব এবার কাঠের বাড়ি…