স্মৃতির সঙ্গে খেলাচ্ছলে

হাসান হাফিজ

ছলকে ওঠে স্মৃতি
জেগে ওঠে শৈশবের গ্রাম
আকাবাঁকা নদী
চষাক্ষেত, জোছনা ঢেউ
নিবিড় নিঝুম!
স্মৃতিকে শাসন করি
কৃত্রিম ধমকও দিই
আপদ বিদেয় হও
ভাঙা স্বরে বলি!
বললেও মনে মনে
স্মৃতিকে প্রশংসা করি
কিছুটা প্রশ্রয়ও দিই
অস্বীকার করি যদি
ভুল হবে
পাপও হয়তো হবে
স্মৃতি ও আমার মধ্যে
লুকোচুরি চলছে এভাবে
ফিকে হয় না স্মৃতি
ক্রমশ উজ্জ্বলই হয়
দ্রুত চিরতরে
নিভে যাবে বলে?

Published :


Comments

Leave a Reply