হাঁস চলার পথ

উৎপলকুমার বসু

ভুলে যাই নিজের ঠিকানা।

ছোট একটা বাড়ি ছিল। কিছু দূরে নীলকুঠি।

গুটিকয় তালগাছ আর কিছু লতাপাতা

জড়িয়ে আমার স্থাপত্যের সামান্য ঘোষণা।

ছিল হাঁস। বাল্যের পাঠ্যবই থেকে

নেমে আসা উট ও বিদেশি গাধার দলে

আমি একা ক্রীতদাস –

 

আপাতত স্থলপদ্মের বনে ঘুমিয়ে রয়েছ।