হৃদয়ের এপার-ওপার (রোকসানা বারীকে)

মাহবুব বারী

এক

আমাদের প্রেম ফুটে উঠেছিল ভোরের আলোর মতো

আর তখনই কলঙ্কের ভয়ে তোমার চোখ

বনের হরিণের মতো চঞ্চল হয়ে ওঠে, অস্থির হয়ো না বন্ধু,

তুমি তো জানো প্রস্ফুটিত গোলাপ থাকে না আড়ালে কখনোই,

কেউ বলে, কী সুন্দর!

কেউ বলে, কাঁটার কথা!

সব কথা থাকুক

এসো প্রেমে আর প্রেমে মেতে উঠি, অন্ধ হই আর বোবা কালা।

 

দুই

বাতাস দিয়েছে দোলা, তাই তো সাগরে এতো ঢেউ বন্ধু,

আমি তো জানি একা-একা পাগল হওয়ার সাহস আমার হতোই না

যদি না তুমি উসকানি দিতে।

 

তিন

তোমাকে পাওয়ার বাসনা ত্যাগ করেছি তো অনেক আগেই –

কে জানত বলো তো

তুমি যে আমার মনের মধ্যে মূর্তি ধরেই বসে আছ।

 

চার

রাত যেমন দিনকে পায় না

আর দিন যেমন রাতকে পায় না কখনোই

আমিও তেমনি তোমাকে পাই না ছুঁতে কিছুতেই।

এভাবেই কি চলবে বন্ধু, অলস প্রহর আমার কেটে যায়,

মাতে না মন, মনে পড়ে শুধু তোমাকেই দিনরাত,

মনে হয় আমার সমস্ত দুঃখের কথাগুলো তোমাকেই বলি

যদি তোমার মনে একটু হলেও দয়া হয়

এছাড়া আমার আর কোনো কৌশলই তো জানা নেই।

 

পাঁচ

এতো প্রেম বুকে কেন দিলে প্রভু

যদি না তার হৃদয়কে নরম করে দিলে।

 

ছয়

হায়রে জীবন, তুমি আমার হৃদয়ের দিকে তাকাও

দেখো, এটাই সেই নরক যেখানে নিরন্তর আগুন জ্বলে।