হয়, হতে পারে

আসাদ চৌধুরী

ব্যাঙ ডাকুক বা না-ডাকুক,
কদম ফুটলে ফুটবে,
না-ফুটলেই বা কী?
এক ধরনের বৃষ্টি
হাত ধ’রে ছাদে নিয়ে যায়
নিজের ছায়ার সঙ্গে
আরও একটি ছায়ার কাঁপন।
আর কোনো কোনো বৃষ্টি
বাঘের মতো ধমকায়।
কাকুতি-মিনতি করে
ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।