৮ই মার্চ

তরুণ সান্যাল

 

ক্যালেন্ডারে দেখা গেল নারীদিবসটি ফাঁকা,

যতই সম্মান দিই টেলিফোনে মহিলাও হেসে ওঠেন বিদ্রূপে

তরুণীর ভুরু-পস্নাক বোল্ড লাল ঠোঁটে তখন অাঁকা

কোন নেত্রীরও ঠোঁট ভুরুতে রূপটান আছে নতুন রূপে

 

বাঘিনির অবয়ব দেওয়ালে দেওয়ালে দেখছো মুখ

মহিলাদের পঞ্চকন্যা অহল্যা তারায় হারানো সুখ

 

যে-মহিলারা হাত পা নাড়ান না বাইরে ঘরে কাজে,

প্রসাধনে চ-ী-ত্বকে রূপ দেয় সংবাদে আকর্ষণ গড়ে

৮ই মার্চ নাচ-গানে ওড়ায়, টান রাখে দশজনের মাঝে

বিশ্ব শ্রমজীবী নারীসমাজ শ্রমমিছিলে কেউ কি মনে করে?

 

নারীশ্রমিকেরা খাটছে ঘর বানাতে বা কয়লা খাদানে,

ইট বানাচ্ছে ছাঁচে ফেলছে নদীর জমাট পলিমাটি

পোড়াচ্ছে; সাজিয়ে রাখছে অফিসের ফাইল রান্না জানে

নানা বর্গের শ্রম বিকিয়ে, দাবি রাখছে সন্ধ্যায় বিহানে

 

কবিরা তো নারী বোঝে ওষ্ঠাধর, শ্রোণি, স্তনপীঠ

দেখাও মাথায় ঝুড়ি, বয়ে নিচ্ছে দশটা পাঁচটা ইট।